আমি আর আমার বন্ধুরা ১ (রম্য)

 

[আমার এবং আমার বন্ধুদের বিভিন্ন মজার সব ঘটনা নিয়ে নতুন একটা সিরিজ লিখার পরিকল্পনা আমার অনেক দিন যাবৎ ছিলো।তাই সেই সব ঘটনার আলোকে লিখতে শুরু করলাম আমি আর আমার বন্ধুরা

নামক এই সিরিজ।এর সকল ঘটনা ৮৮% সত্য এবং গ্যারান্টেড।যদি কারও ব্যাক্তিগত জীবনের সাথে মিল পাওয়া যায় অথবা মিলে যায় তাহলে দয়াকরে short code এ MC, BC ,SMC বা কামিনা,বোকচোদ,মুড়ি খা ইত্যাদি word use করবেন না।]

 

 

 

 

 

বর্তমানে প্রেমের ব্যাপারে আমি কিছুটা নাস্তিক হলেও আমার বন্ধুরা আমার কাছ থেকে প্রেম বিষয়ক পরামর্শ গ্রহন করতো এবং এখনো করে।সুদূর ইউরোপে থেকে এখনো সবার জটিল প্রেমের সমাধান এর অংক আমাকেই সমাধান করতে হয়।কিন্ত আমি নিজেই অনেকবার প্রেমে পরছি এবং সেই রকম একটা ঘটনার কিছুটা বর্ননা এই ব্লগ এ পোস্ট করলাম..........

 

 

সেই গল্পে আমি প্রেম কইরা ছেকা খাইসি প্রায় ১ বছর।যার রেশ্‌ এখনো কাটে নাই।ঠিক ছেকা না কিন্ত আমার সেই প্রেমের কাহিনীটা আমার বন্ধুদের মাঝে ভীষন ইমপেক্ট করেছিলো।আমি মন থেকে ভুইলা গেলেও আমার বন্ধু মহাদয়েরা এখনো ভুলেনি।ফেসবুকে প্রতিদিন গড়ে ২ টা কমেন্ট থাকে যাতে সেই মেয়েটার নাম থাকে।অন্য কিছু নাম আসলেও এই নাম টা বেশি পাওয়া যায়। 

 

আমার প্রেমের গল্পটা কিছুটা অন্য টাইপের ছিলো।৬ মাসের সম্পর্ক ।৬ মাসে টোটাল ৩ দিন তার সাথে দেখা করতে গিয়েছিলাম।যদিও মেয়েটা আমাদের এলাকাতেই থাকতো তবুও মা বাবা কে অত্যধিক ভয় পাইতো।আমিও এলাকার একজন মানী লোকের ছেলে হওয়াতে (অবশ্য আমি আর আমার বন্ধুরা তাকে হিটলার বলে ডাকতাম) রান্ন্স্তায় কথা বলাটা নিরাপদ ছিলো না। হুমায়ুন আহমেদের হিমু চরিত্রটা কল্পিত হলেও আমার মাঝে অনেকটা প্রভাব বিস্তার করেছিলো।হিমুর মত হলুদ জামা পরে আর খালি পায়ে না ঘুরলেও সব জিনিসে কেয়ারলেস ছিলাম।কোন এক জায়গায় পড়েছিলাম,

 

love, trust, respect and understanding .....these are essential for a relationship.

 

কিন্ত দুর্ভাগ্যবশত এর একটিও আমার মাঝে ছিলো না।

সুতরাং ৩ বারের ২ বার ই আমি দেরিতে যাই।এবং পরিনতিতে ট্রেন মিস্‌। 

 

 

৩য় বার যখন দেখা করতে যাই তখন মেয়েটা মামার বাসায় বেরাতে গিয়েছিলো।বলে রাখা ভালো যে মেয়েটি মোবাইল ফোন ব্যবহার করত না।৩-৪ দিন পরপর মিস্‌কল আসতো যার অপাক্ষায় আমি অধীর হয়ে থাকতাম।কলব্যাক করলে ৫-৭ মিনিট কথা বলার পর হঠাৎ বলতো আম্মু আসতেসে রাখি।টুট টুট শব্দ হয়ে কল এন্ড। 

 

 

এমনই একদিন ১ টা আননোন নাম্বার থেকে মিস্‌কল আসলো।ওপাশ থেকে মেয়েটা বললো যে ও এখন মামার বাসায় বেরাতে গেছে।যদি দেখা করতে চাই তবে যেন মুগদা বালুর চরে (বাসাবো) বিকেল ৪টায় থাকি।এর কিছুদিন আগে মেয়েটা বেড়াতে গিয়েছিলে সোনারগাঁ জাদুঘড়(মুগ্‌রা পাড়া) নারায়নগন্জ। আমি বাসাবো মুগদা কে সেই মুগ্‌রা পাড়া ভেবে ভুল ঠিকানায় চলে যাই।কি আর করার একটা ভুল শোনার জন্য কতখানি মাশুল।৩য় বার ও তাই সেই মেয়ের সাথে আর দেখা করা হলো না।

 

 

এর ১ মাসের মাথায় মেয়ের বাবা মা ঘটনার কিছুটা আঁচ করতে পেরে মেয়ের বিয়ে দিয়ে দেন।